বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যান চালক আঃ রব শেখ (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সাইনবোর্ড- মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর-চান্দেরখোলা ব্রীজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, কচুয়া উপজেলার বিছট গ্রামের হামেদ শেখের ছেলে ভ্যান চালক আঃ রব শেখ সাইনবোর্ড বাজার থেকে যাত্রী নিয়ে সাইনবোর্ড-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর-চান্দেরখোলা ব্রীজের কাছে পৌছালে, অপরদিক থেকে আশা ব্যাটারিচালিত অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আঃ রব শেখ ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আশা দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পরে থাকা ভ্যান চালককে চাপা দেয়। আহত রব শেখকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক হেমায়েত উদ্দিনের কাছে নেওয়া হলে তিনি রব শেখকে মৃত ঘোষনা করেন।এসময় মোটরসাইকেল চালক তার ব্যাবহারিত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।