বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম ওসমান মোড়ল (৩০)। সে ভুইয়ারকান্দর গ্রামের এস্কেন মোড়ল এর পুত্র। তার বিরুদ্ধে ১/০২/২০১৯ তারিখে রামপাল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সবুর জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১ টার সময় ওসমান মোড়ল ৯ বছর বয়সী ওই নাবালিকাকে গাছ থেকে কাঠবাদাম পেড়ে দেয়ার প্রলোভনে পার্শবর্তী বাগানে ডেকে নিয়ে যায়। এরপর তাকে সেখানে জোরপূর্বক ধর্ষন করে ও ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতী প্রদর্শন করে। বাড়ি ফিরে একপর্যায়ে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার মায়ের কাছে ঘটনা প্রকাশ করে। শনিবার ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে রামপাল থানায় ধর্ষন মামলা দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামীকে আটক করেছে। ভিকটিমকে আগামীকাল (রবিবার) ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।