বেনাপোল’র গাতিপাড়া সীমান্ত থেকে ১২ নারী ও শিশু আটক

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ০০:১৯

বেনাপোল : ভালো চাকুরী দেয়ার কথা বলে ভারতে পাচারের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে গত মঙ্গলবার রাতে ১২ নারী ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানাগেছে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, রাতে গাতিপাড়া সীমান্ত দিয়ে বেশ কিছু নারী ও শিশু দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন  সংবাদ পেয়ে বিজিবির একটি দল গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ নারী, ৫ পুরুষ ও ২ শিশুকে  উদ্ধার করা হয়। আটক আব্দুর রহিম জানান, ভালো চাকুরী দেয়ার কথা বলে দালালরা মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃতদের বাড়ি পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।