ব্যাংকিং সেবা আরও সহজ করেছে এজেন্ট ব্যাংকিং: কেসিসি মেয়র

প্রকাশঃ ২০২১-১০-২৫ - ১৬:১৩

স্টাফ রিপোর্টারঃ ওয়ান ব্যাংক লিমিটেড খুলনা শাখার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় টুটপাড়া ইলাক্স কলেজে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ‘প্রত্যেক এলাকায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে। তারা সহজেই ঘরের পাশে বিদ্যুৎ বিল, পানির বিলসহ নানা  ব্যাংকিং সেবা অল্প সময়ে নিতে পারবে। সারা দেশে ব্যাংকিং সেবা আরও সহজ করেছে এজেন্ট ব্যাংকিং।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউট অব লাব্রেরী, আর্টস, কমার্স এন্ড সায়েন্স (ইলাক্স) কলেজের অধ্যক্ষ এম এ কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড খুলনা জোনের প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ,  খুলনা শাখার ব্যবস্থাপক দিদারুল আলম, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান রাহিদ আমিন, সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার ওয়াহেদুজ্জামান, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, একে হিরু, আবু হাসান, খুলনা প্রেসক্লাবের ট্রেজারার বিমল সাহা, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল, সাধারণ সম্পাদক মোঃ আজম খান, আওয়ামী লীগ নেতা হাফেজ শামিম প্রমুখ।