ব্যান্ডের মোড়কে নিম্নমানের সেমাই ফুলতলায় এইচআর ফুডকে জরিমানা

প্রকাশঃ ২০২১-০৫-০৮ - ১৬:৪৪

ফুলতলা (খুলনা) অফিসঃ ফুলতলা বাজারের গরুহাট এলাকার হাসান মোল্যার মালাাকানাধিন এইচআর ফুড প্রোডাক্টস নামে সেমাই কারখানাকে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করে। ঐ কারখানায় নোংরা পরিবেশ বিরাজ এবং দীর্ঘদিন ধরে নিজেদের কারখানায় উৎপাদিত সেমাই নামিদামি ব্রান্ডের মোড়কে পুরে বাজারজাত করে আসছিল। এছাড়া শিরোমনি মেসার্স ঝর্ণা মেডিকেল হলে বিপুল পরিমান মুল্যহীন ঔষুধ রাখা ও বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম। তাকে সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধিবৃন্দ। পরে টিসিবির বিক্রয় কার্যক্রম তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং, লিফলেট, প্যামপ্লেট ও মাস্ক বিতরণ করে।