ভাড়াটিয়ারা বাড়ির মালিক হিসেবে দাবি !

প্রকাশঃ ২০১৮-০১-২৭ - ২০:৪৫

যশোর অফিস: প্রেসক্লাব যশোরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রতিবাদ এবং মানহানির অভিযোগ করে শনিবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন অভিযুক্ত শিক্ষক ও কথা সাহিত্যিক মাসুমা মিম। সংবাদ সম্মেলনে বলেছেন, যশোরের ঝিকরগাছার বড় মসজিদ রোডে ৩৫৭ নম্বর বাড়ির চারটি আলাদা ফ্লাটে চারটি পরিবার বসবাস করে আসছে। এ ক্ষেত্রে মালিক হিসেবে আমার স্বামী একেএম শফিউল আযম রুমির বাসার ভাড়া আদায় ও যাবতীয় সুবিধা ওঅসুবিধা দেখাশোনা করে আসছেন। কিছুদিন যাবত জনৈক গুলশানারা ফেরদৌস ও তার কন্যা ফারহানা ফেরদৌস বৃষ্টি এই বাড়িটি নিজের বলে দাবি করে আমাদের ভাড়াটিয়াদের নানারকম গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে চলেছে। গত ২৪ জানুয়ারি ওই দুইজন মহিলা ও বৃষ্টির খালা পারভীন আক্তার, বৃষ্টির খালাতো বোন শাপলা, জান্নাতুল ফেরদৌস যুথি, আভাস সহায়তায় রাত সাড়ে ৪টার দিকে ডাকাতির স্টাইলে বাড়িতে ঢুকে বাসার মহিলা ও শিশুদেরকে ভয় ভীতি প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন  ইমাম হোসেন, প্রফেসর সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, ইমাম হোসেন চৌধুরী জান্টু প্রমূখ।