ভৈরব নদের দুইধারের অবৈধ স্থাপনা অপসারণের তাগিদ

প্রকাশঃ ২০১৮-০৩-১৮ - ২০:১১

যশোর: যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আবারও ভৈরব নদের দুইধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে খনন কাজের গতি বৃদ্ধির তাগিদ দেয়া হয়েছে। সরকারি সেবা প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি ও সেবার মান উন্নয়নসহ জেলার উন্নয়নে জেলা প্রশাসকের সভাকক্ষে রোববার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।

সভায় পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক ২৭২ কোটি টাকার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত কালভার্ট অপসারণে বিকল্প নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।

জেলার উন্নয়নে সার্বিক বিষয়ে আরো আলোচনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুন্নবী, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমির হোসেন, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলার বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।