মংলা- ঘোষিয়াখালী চ্যানেলে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি

প্রকাশঃ ২০১৮-০৩-১৮ - ১৭:১০

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : মংলা-ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল খেয়াঘাটে শনিবার বেলা ১১ টায় দুই হাজার ব্যাগ সিমেন্ট বোঝাই একটি মাঝারি আকারের কার্গো ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনসহ উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ও কার্গোতে থাকা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মংলা থেকে সিমেন্ট বোঝাই করে লেবুখালী ক্যন্টনমেন্ট গামী এমভি মদিনা-মনোয়ারা-১ নামের কার্গোটি রামপাল খেয়াঘাটের কাছাকাছি পৌছালে পেছন থেকে দ্রুতগামী দুইটি জাহাজের ঢেউ লেগে তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ এ নৌ- চ্যানেলে সৃষ্ট দূর্ঘটনার ফলে নৌ-চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানা গেছে। এব্যপারে মংলা-ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা কমিটির আহবায়ক এ্যাডঃ মহিউদ্দীন সেখ উদ্বেগ প্রকাশ করে এ দূর্ঘটনার পেছনে কারো কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার দাবী জানান। এ বিষয়ে বিআইডাব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী জাবের এইচ মজুমদারের সাথে কথা হলে তিনি জানান প্রাথমিকভাবে ডুবান্ত কার্গোটিকে চিহ্নিত করা হয়েছে যতদ্রুত সম্ভাব উদ্ধার করে চ্যানেলকে ঝুকিমুক্ত করা হবে।