মনপুরার অপহৃত জেলে ৫০ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার

প্রকাশঃ ২০১৭-০৭-০৬ - ১৪:৩১

এম শরীফ আহমেদ, ভোলাঃ অবশেষে জলদস্যু বাহিনীর সাথে দর কষাকষি করে ৫০ হাজার টাকায় মুক্তিপণে ছাড়া পেলো ভোলার মনপুরার অপহৃত জেলে আরিফ মাঝি।
উল্লেখ্য,বুধবার ভোর রাতে বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় মাছ ধরা অবস্থায় জলদস্যু কৃষ্ণা ও বাবু গ্রুপ আরিফ মাঝি ও বাকের মাঝির জেলে ট্রলারে হামলা চালায় ও জেলেদের বেদড়ক মারধর করে। পরে তারা (জলদস্যুরা) বাকের মাঝিকে ছেড়ে দেয় কিন্তু আরিফ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার রাত ১২ টায় হাতিয়ার জলদস্যু কৃষ্ণা ও বাবু বাহিনীর কাছে মুক্তিপণের টাকা দিলে দস্যুরা অপহৃত জেলে আরিফ মাঝিকে জাগলার চরের মাথায় ছেড়ে দেয়। পরে ওই রাতেই রামনেওয়াজ মৎস্য ঘাট থেকে ট্রলার নিয়ে আরিফকে  নিয়ে আসে।
মুক্ত হওয়া জেলে আরিফ মাঝির আড়তদার ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জলদস্যুরা অপহৃত জেলের মুক্তিপণ বাবদ একলক্ষ টাকা দাবী করে। পরে দর কষাকষি শেষে ৫০ হাজার টাকায় মুক্ত করা হয়।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, অপহৃত জেলে মনপুরায় ফিরে এসেছে। কিন্তু মুক্তিপণের বিষয়টি তিনি জানেন না।