মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে বিএসপির সদস্য কবি স্বপন হাসপাতালে ভর্তি  

প্রকাশঃ ২০১৮-০১-২২ - ২০:৫৯

যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য বিশিষ্ট কবি ও কৃষিবিদ স্বপন মোহাম্মদ কামাল মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গত ১৬ জানুয়ারি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তবে, শরীরের একটু পরিবর্তন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ডান পাশের এক হাত এবং পা অকোজ অর্থাৎ প্যারাইলজ হয়ে গেছে। চিকিৎসকরা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন। এদিকে বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসান তুহিন,কবি শেখ হামিদুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ সোমবার তাকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।  কবি স্বপন মোহাম্মদ কামাল বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংষ্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তারাও তাকে হাসপাতালে দেখতে যান। এদিকে স্বপনের পরিবার থেকে রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া কামনা করেছেন।

বিদ্রোহী সাহিত্য পরিষদের রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কার, নির্বাহী সদস্য শেখ ইমামুল কবির, আহমেদ মাহাবুব ফারুক, রফিকুল পাশা, আবুল হাসান তুহিন প্রমূখ।