মহান ভাষা দিবসে বিএনপির কর্মসূচি

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১৩:০০

বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিসমূহ হচ্ছে ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন। ২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রোববার বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মিজানুর রহমান মিলটন কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়সহ নগরী ও জেলার সকল দলীয় কার্যালয় সমূহে ২১ ফেব্রুয়ারি সূর্যোদ্বয়ের সাথে-সাথে ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত রাখবে। উত্তোলন করা হবে কালো পতাকা। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি কর্মসুচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।