মোংলার উলুবুনিয়া গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাল বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-৩০ - ১৫:৩১

মোংল প্রতিনিধি: মোংলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে ২৯ মে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ”আম্পান” এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের মাধ্যমে জিআর চাল বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১১টায় জিআর চাল বিতরণকালে তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করেন সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান নাহিদ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান নাহিদ বলেন করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে এবং ঘূর্ণিঝড় ”আম্পান”এ ক্ষতিগ্রস্থদের প্রয়োজন অনুযায়ি সরকার খাদ্য সহায়তা প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। চলমান করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি এবং যেকোন দুর্যোগ মোকাবেলায় সরকাররের খাদ্য সহায়তা কর্মসুচি চলমান থাকবে। এসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলুবুনিয়া গ্রামে ঘূর্ণিঝড় ”আম্পান” এ ক্ষতিগ্রস্থ ২৬৫ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়্ উল্ল্যেখ্য খাদ্য সহায়তা ব্যবস্থাপনা কাজে বাংলাদেশ নৌবাহিনী মোংলা নৌ কন্টিনজেন্ট সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।