মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রের পাশাপাশি দরিদ্রদের বাড়ীতে খাবার পৌঁছে দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের শিল্প এলাকার দিগরাজে এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন বুডিরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র ও প্যানেল চেয়ারম্যান শেখর হালদার। প্যানেল মেয়র শেখর হালদার মাইকিং করে বলেন, দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। সুতরাং কেউকে ঘর থেকে বাহিরে না আসার আহবাণ জানান তিনি। এ সময় ওই ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় স্কাউটের সদস্যরাও তাদেরকে সহযোগীতা করেন।
এদিকে শনিবার দুপুরে মোংলা প্রেস ক্লাবের সদস্যদের মাঝে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ ও মোংলা সরকারী কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি।