মোংলার প্রধান কাঁচা বাজার সরিয়ে নেয়া হয়েছে হেলিপ্যাড মাঠে

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৫:১৮

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাকে ঘিরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই মোংলা পৌর শহরের প্রধান কাঁচা বাজার খোলামেলা হেলিপ্যাড মাঠে নেয়া হয়েছে। নৌ বাহিনীর তত্ত্বাবধায়নে বৃহস্পতিবার সকাল থেকে হেলিপ্যাড মাঠে বসেছে এ বাজার। তারপরও হেলিপ্যাড মাঠে বসা অস্থায়ী বাজারে ক্রেতা সাধারণকে খুব বেশি একটা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। কয়েকটি দোকানে দেখা গেছে গা ঘেষাঘেষি না হলেও খুব কাছাকাছি থেকেই কেনাকাটা করছেন সকলে। মুলত পৌর শহরের প্রধান বাজারে বিপুল লোকসমাগম ঘটায় কোনভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। সেজন্যই কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তবে আগের জায়গাতেই থাকছে মাছ ও মাংসের বাজার।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই কাঁচা বাজার অস্থায়ীভাবে হেলিপ্যাড মাঠে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে তত্ত্বাবধায়নে রয়েছে নৌবাহিনী। আশা করছি সেখানে সকলের সহযোগীতায় সামাজিক দূরত্ব বজায় থাকবে। তারপর কেউ সামাজিক দূরত্ব বজায় না রাখলে বা না মানলে তাকে আইনের আওতায় আনা হবে।