মোংলায় খাল দখলমুক্ত ও ত্রুটিপূর্ণ মহাসড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ১৬:২৯

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় সরকারী রেকর্ডিয় খাল অবৈধভাবে দখল করে ভরাট, স্থাপনা নির্মাণ ও মোংলা-খুলনা মহাসড়কের ক্রুটিপূর্ণ নির্মাণ কাজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় স্থানীয় লোকজন এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় বক্তারা বলেন, মহাসড়ক নির্মাণ কাজের ত্রুটির কারণে বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় দিগরাজে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়কে নির্মাণ কাজের ত্রুটির কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বক্তারা। এছাড়া দিগরাজ মহাসড়ক সংলগ্ন বুড়িরড়াঙ্গা ইউনিয়নের সরকারী খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও জানানো হয়েছে। মানববন্ধনে বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি মেম্বর বিশ্বজিৎ রায়, বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্দ্রেন্দু বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল দেওয়ান, ব্যবসায়ী বিবেক হালদার ও বিপুল রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।