মোংলায় জেলা তথ্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

প্রকাশঃ ২০১৭-১২-২৪ - ১৫:০০

আবু হোসাইন সুমন, মোংলা : সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় মোংলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন বাগেরহাট জেলা তথ্য অফিসার মো: ফরিদ উদ্দিন। রবিবার দুপুরে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার ফরিদ উদ্দিন ও সহকারী তথ্য অফিসার পাভেল দাসসহ তথ্য দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে অন্যতম বাগেরহাট জেলার মোংলা ও রামপালে সরকারের উন্নয়নমুলক বেশ কয়েকটি মেগা প্রজেক্ট’র কাজ চলছে। এরমধ্যে মোংলা-খুলনা রেল লাইন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, খান জাহান আলী বিমান বন্দর, মোংলা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের পশুর চ্যানেল ও ঘাষিয়াখালী নৌপথ খনন প্রকল্প অন্যতম। এছাড়া এ জেলায় রয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, মোংলা বন্দর, ইপিজেড, বৃহত্তম খাদ্যগুদাম, নৌ বাহিনী, কোস্ট গার্ড, বিজিবি’র ঘাটি। আর এ সকল উন্নয়নই সাংবাদিকদের লেখনি ও প্রচারের মাধ্যমে ফুটে উঠেছে এবং ক্রমান্বয় তা দৃশ্যমান হচ্ছে। তিনি আরো বলেন, বাগেরহাট জুড়ে ব্যাপক উন্নয়ন হলেও জেলা শহর থেকে তেমন কোন দৈনিক পত্রিকার আত্মপ্রকাশ ঘটেনি আজও। তবে ‘দৈনিক বাস্তবতা’ নামক একটি পত্রিকা বের হতে যাচ্ছে, পত্রিকাটি বের করার ক্ষেত্রে সকলের সহযোগীতা করার প্রয়োজন। তাহলেই এ অঞ্চলের উন্নয়নকে আরো বেশি ফুটিয়ে তোলা সম্ভব হবে।