মোংলায় দোকান কর্মচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০৩-২০ - ১৭:২৩

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনায় আহত লিটনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোংলা থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, মোংলার আরাজী মাকোড়ঢোন গ্রামের মোস্তফা মোল্লার ছেলে মো: লিটন শহরের একটি জুতার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। রবিবার রাত ৯টার দিকে ওই দোকান থেকে লিটন বাড়ী ফেরার পথিমধ্যে আরাজী মাকোড়ঢোন ব্রিজের উত্তর পাশের রাস্তার উপর পৌছালে তার উপর একই এলাকার প্রতিবেশী প্রতিপক্ষ জুলফিকার মল্লিকের নেতৃত্বে মনির শেখ, ফারুক শেখ ও তাহের মল্লিক লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বেদম মারপিট করে লিটনের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে লিটনের ডাক-চিৎকারে ছুটে আসা লোকজনের সহায়তায় তার পরিবার মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে লিটন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লিটনের পিতা মোস্তফা মোল্লা থানায় অভিযোগ দেয়ার পর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এসআই আনন্দ।