মোংলায় বিদেশ ফেরত ২১৯ জন হোম কোয়ারেন্টিনে

প্রকাশঃ ২০২০-০৩-১৯ - ১৬:০৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় বিদেশ ফেরত ২১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে আসা এ সকল লোকজনকে তাদের নিজ নিজ বাড়ীতে থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ রোধে বিদেশী হতে আসা ওই সকল লোকজন যাতে নিজ বাড়ী-ঘর থেকে বের না হয় সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সজাগ রয়েছেন এলাকাবাসীও। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ বাহিরে ঘুরাঘুরি করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাহারাইন ও ভারত থেকে আসা ২১৯জনের তালিকা করা হয়েছে। তাদের সকলকে নিজ বাড়ীতে/ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কেউ হোম কোয়ারেন্টিনের বাহিরে আসলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোংলায় কারো করোনা সনান্ত হয়নি। এমনকি বিদেশ ফেরতদের মধ্যেও কারো করোনা সনাক্ত হয়নি।