আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। চাদপাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে চাদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। চাদপাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, চাদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজিজুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুন নাহার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মোংলা বন্দরসহ মোংলা ও রামপালে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তাতে এ এলাকার মানুষের কৃতজ্ঞতাবোধ থেকেই এবং চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সেজন্য আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এখন থেকেই দায়িত্বশীলভাবে নারী-পুরুষ সকলকে কাধে কাধ রেখে কাজ করতে হবে। এখানে নারীদের ভূমিকাই বেশি, কারণ মোট ভোটারের ৫২শতাংশ নারী ভোটার।