মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশঃ ২০১৭-১০-২৪ - ২২:৪২

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দান ও নৌ বাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক। জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ৫ একর জমির উপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এ স্টেডিয়াম নির্মিত হবে। চলতি বছরের ডিসেম্বরে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়ে আগামী বছরের জুন নাগাদ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম। স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের পর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশনায় সারাদেশের বিভিন্ন উপজেলায় বর্তমানে দেড়’শ স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়া শীঘ্রই আরো দেড়’শ স্টেডিয়াম নির্মাণের জন্য অনুমোদন হতে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলাধুলা আবারো ফিরে আনার লক্ষ্যেই মুলত শেখ হাসিনা সরকার এ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। স্টেডিয়াম নির্মাণের ফলে ছেলে-মেয়েরা খেলাধুলার প্রতি মনোযোগী হবে এবং এতে সমাজ থেকে মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড হ্রাস পাবে। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক মোংলাবাসীর পক্ষ থেকে স্টেডিয়াম নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্টেডিয়ামটি যাতে দ্রুতই দৃশ্যমান হয়ে ওঠে সেজন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি। পৌর মেয়র জুলফিকার আলী বলেন, অবশেষে মোংলাবাসীর দীর্ঘদিনের স্টেডিয়াম নির্মাণ দাবী পূরণ হতে যাচ্ছে। এটি নির্মিত হলে এখানে খেলাধুলাসহ নানা ধরণের বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র মো: জুলফিকার আলী, প্যানেল মেয়র মো: আলাউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালাম, মিঠাখানী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম ও শ্রমিক লীগ নেতা নুর উদ্দিন আল মাসুদ।