মোংলায় সুন্দরবন দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০২-১৪ - ১৪:৫০

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারীকে সুন্দরবন দিবস ঘোষণার দাবীসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে উপকূলীয় মোংলায় উদযাপিত হচ্ছে ‘সুন্দরবন দিবস’২০২১। সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার’র আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বননির্ভরশীলদেরকে বনের ক্ষতি না করার জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ সময় বননির্ভরশীল নারী-পুরুষেরাও বনের ক্ষতি না করে বরং তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে সুন্দরবনের বাঘ-হরিণ নিধন ও সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ ধরা এবং বনের অগ্নিকান্ড বন্ধসহ সুন্দরবন সুরক্ষার দাবীতে পৌর শহরের চৌধুরীর মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখ ও বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। বক্তারা ভালবাসা দিবসে সুন্দরবনকেই ভালবাসার জন্য সকলের প্রতি আহবাণ জানান। তারা বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনই উপকূলের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে থাকেন। তাই সুন্দরবনকেও আমাদের সকলেরই মিলেমিশে রক্ষা করা প্রয়োজন ও দায়িত্ব।