আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ’র অর্থায়নে নির্মিত একটি সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। হীড বাংলাদেশ’র লিফট কর্মসূচীর আওতায় এ প্লান্টটি নির্মিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার গ্রামের বালুর মোড় এলাকায় প্লান্ট উদ্বোধনকালে প্রধান অতিথি ড. নমিতা হালদারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: খায়রুল ইসলাম, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক মো: আব্দুল করিম, হীড বাংলাদেশ’র ব্যবস্থাপক (প্রশাসন) এস,এম আব্দুছ ছালাম, হীড বাংলাদেশ’র মাইক্রোফিন্যান্স কর্মসূচীর সমন্বয়কারী অদ্বৈত বিশ্বাস, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেনসহ হীড বাংলাদেশ’র মোংলা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম বলেন, লবণ অধ্যষিত এ এলাকায় সুপেয় পানির ব্যাপক সংকট রয়েছে। এখানকার লোকজনের সুপেয় পানির চাহিদা পূরণের জন্যই হীড বাংলাদেশ এই পানির প্লান্টটি নির্মাণ করেছে। সরকারী কার্যক্রমের পাশাপাশি হীড বাংলাদেশসহ অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) যদি এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে এখানকার বিশাল জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিত করণ সম্ভব হবে।