মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস শুরু

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৫:৫০

আবু হোসাইন সুমন, মোংলা : টানা দুইদিন ধরে বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। মোংলাসহ আশপাশের এলাকায় সকাল থেকে প্রখর রোদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টিপাত শুরু হওয়ার পর শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বন্দরের পণ্য বোঝাই-খালাসের কাজ। এদিকে একাধারে তিনদিনের বৃষ্টিপাতে মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা যেন এখানে বন্যা পরিস্থিতিতে রুপ নিয়েছে। এছাড়া বৃষ্টিতে ডুবে থাকা প্রায় দেড় শতাধিক চিংড়ি ঘেরের পানি নামতে শুরু করেছে। কয়েকদিন ধরে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়া এখানকার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।