আবু হোসাইন সুমন, মোংলা প্রতিনিধিঃ মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় স্লাগ (সিমেন্ট তৈরির কাচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে রবিবার রাতে কার্গো জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ নিখোজ হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানাতে পারেনি বন্দরের হারবার বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত এম,ভি ‘আতিকিএসবি’ নামক বিদেশী জাহাজ থেকে স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত ঢালাই পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি সেবা রবিবার রাতে ছেড়ে যাওয়ার সময় বিদেশী ওই জাহাজের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় কার্গো জাহাজটির তলা ফেলে গেলে কার্গো জাহাজের মাস্টার জাহাজটি দ্রুত চালিয়ে মুল চ্যানেলের বাহিরে চরের দিকে চালাতে থাকে। চরের কাছাকাছি যেতেই জাহাজটি পুরোপুরি নদীতে নিমজ্জিত হয়। এ দুর্ঘটনায় কার্গোর কোন ষ্টাফ নিখোজ কিংবা আহত হয়েছে কিনা রাত ১১টা পর্যন্ত হারবার বিভাগে এমন কোন তথ্য আসেনি বলে জানান হারবার বিভাগে দায়িত্বে থাকা অপারেটর মো: জাহাঙ্গীর হোসেন। তবে তিনি জানান, কার্গো জাহাজটি মুল চ্যানেলের বাহিরে ডুবেছে, ফলে চ্যানেল ঝুকিমুক্ত, সচল ও নিরাপদ রয়েছে।