মোরেলগঞ্জে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১২:৪৪

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে খননকৃত খাল কেন্দ্রীক সুবিধাভোগীদের নিয়ে গরু মোটাতাজা কারণ, মাছ চাষ ও সবজি চাষ বিষয়ক আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর মোরেলগঞ্জের আয়োজনে সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা প্রকৌশলী মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান আলী খান।

অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের কনসালটেন্ট মো: জাহাঙ্গীর হোসেন। বক্তৃতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো: জাহিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম ও প্রকল্পের সুবিধাভোগী রাজিয়া বেগম প্রমুখ।