মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে অসতর্কতায় শ্রমিকের বিড়ির আগুনে পুড়ে ছাই হয়েছে দুই কৃষকের তিন’টি পান বরজ। উপজেলার ডাবরা এলাকায় বুধবার দুপুরে মর্মান্তিক ওই ঘটনায় ঘটে। ওই ঘটনায় সুরজিৎ বিশ্বাসের দুইটি ও তাইজেল শিকদারের একটি মোট ২বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর শুনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন দ্রুত ওই স্থানে ছুটে যান এবং আগুন নেভাতে চেষ্টা করেন। মাত্র আধাঘন্টার মধ্যে পাশাপাশি বরজ তিনটি পুড়ে ওই কৃষদের প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান উক্ত ইউপি চেয়ারম্যান। বরজ মালিকদের ঊর্দ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ওই বরজে কয়েক শ্রমিক কাজ করছিলো। তাদের মাঝে কেউ হয়তোবা বিড়ি খেয়ে আগুনসহ শেষ অংশ ফেলে ছিলো। আর তার থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।