মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত এক ব্যাক্তির ছিন্ন-ভিন্ন মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘাটবিলা এলাকায় খুলনা-মাওয়া মহা-সড়কে এ মৃতদেহ পায় পুলিশ।
এ বিষয়ে মোল্লাহাট থানার এসআই ছাত্তার জানায়-রাত ১১টার দিকে মোবাইল ফোনে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনিসহ সঙ্গিয় ফোর্স ওই স্থানে যান এবং সড়কে ছড়িয়ে থাকা অংশ সমূহ কুড়িয়ে থানায় আনেন। ওই সময় রাস্তার পাশে পড়ে থাকা রক্তমাখা একটি লুঙ্গী এবং সাদা রঙের একজোড়া পঞ্চের স্যান্ডেল পাওয়া যায়। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান. এটা দুর্ঘটনা এবং ওই রাতে ১১টার পূর্বে যে, কোন সময় যেকোন গাড়ীচাপায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।