মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সকলকে রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জনসচেতনতা সৃস্টি, হাঁট ও জনসমাগমে (ভিড়) সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কাঁচাবাজার সীমিত সময়ের জন্য খোলা রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির হওয়া বা চলা-চলের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করা হয়েছে। করোনারোধ কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় সোমবার মোল্লাহাটের সর্ববৃহত গাড়ফাহাঁট ভেঙ্গে দেয়া হয়। ওই সময় জরুরী প্রয়োজন ছাড়া (সরকারী আদেশ উপেক্ষা করে) প্রকাশ্যে রাস্তাদিয়ে নছিমনে রড নেওয়ার ধৃষ্টতা দেখানোর কারণে এক ব্যক্তির নগদ দশ হাজার টাকা এবং নির্ধারিত সময়ের পরে দুপুর ১২টার দিকে মোল্লাহাট বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে দোকান খোলা রাখায় আরএক ব্যক্তির নগদ পাঁচশত টাকা অর্থদন্ড করা হয়েছে।
ওই সকল কার্যক্রম ও আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এসময় তার সঙ্গে ছিলো সেনা সদস্য ও সংশ্লিষ্টরা। এছাড়া উপজেলাধীন বিভিন্ন এলাকা ঘুরে জনসচেতনতায় হ্যান্ড মাইকিংসহ করোনারোধে বিভিন্ন কার্যক্রম করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও রির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।