মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সকলকে রক্ষায় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত / আদেশ অমান্য করে অকারণে (জরুরী প্রয়োজন ছাড়া) চলা-চল করায় ১৪ ব্যক্তির নগদ আট হাজার টাকা অর্র্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদাল। গতকাল বৃহস্পতিবার মোল্লাহাট এলাকার মহা-সড়ক, দেড়বোয়ালিয়া ও গাংনী বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।