মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে কোভিট-১৯ বা করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ থাকায় ৫ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। গত দুই দিনে মোট ৫ব্যক্তির নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) থেকে পরীক্ষা শেষে মঙ্গলবার এ তথ্য জানান মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।
ওই কর্মকর্তা আরো জানান, করোনার প্রাথমিক লক্ষণ থাকায় মোল্লাহাট সদর ইউনিয়নের উদয়পুর গ্রামেরই ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাদের নমুনা সংগ্রহ করা হয় তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ওই ৫ব্যক্তি সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে।