যশোরে ইটের ভাটার পড়ে গিয়ে কর্মজীবি ছাত্রের মৃত্যু

প্রকাশঃ ২০১৮-০৩-১৮ - ২০:১৩

যশোর: বাঘারপাড়ার ওয়াদিপুর সুপার ইটের ভাটার মাটির ঢিবি থেকে পড়ে মাদ্রাসার ছাত্র ও ইটভাটার শ্রমিক হয়রত আলী (১৮) মারা গেছেন। সে ওয়াদিপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে। সে ইটভাটায় কাজ করার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে।

ভাই ইসলাম হোসেন বলেন, হযরত আলী রোববার বেলা সাড়ে ৩টার দিকে ভাটার ঢিবি থেকে কোদাল দিয়ে মাটি কাটছিল। এসময় বে-খোয়ালে ঢিবি থেকে মুখ নিচের দিকে নিয়ে ইটের খোয়ার মধ্যে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এমআব্দুর রশিদ বলেন, দূর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।