যশোরে কলেজ ছাত্র গুলিবিদ্ধ

প্রকাশঃ ২০১৮-০১-১৩ - ২০:০০

রবিউল ইসলাম মিটু,যশোর : দুর্বৃত্ত্বদের গুলিতে যশোর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হয়ে যশোর২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর বেনাপোল সড়কের নিউ আকিজ পেট্টোলিয়াম পাম্পের সামনে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার পুলেরহাট তপসীডাঙ্গা স্কাউট সেন্টারের পাশে সাহাবুদ্দিন হোসেনের ছেলে।

ইসমাইল’র মা সাহিদা খাতুন জানান, ইসমাইল হোসেন (১৯) শনিবার  বিকালে পুলেরহাটের আদ্ব-দ্বীনের পাশে মাঠে ক্রিকেট খেলা দেখে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে নিউ আকিজ তেল পাম্পের সামনে পৌছুলে দুইজন দূবৃত্ত্বরা মটরসাইকেলে এসে তাকে লক্ষ করে এক রাউন্ড গুলি করে। গুলিটি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ডের উদ্ধৃতি দিয়ে সার্জারী বিভাগের সিনিয়র স্টাফ নার্স  জোসনা পারভেজ জানান,  ইসমাইল হোসেনের পেটের ডানপাশে গুলি লেগেছে। অপারেশন করতে হবে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না।