যশোরে কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিল শুরু

প্রকাশঃ ২০১৮-০৩-১৫ - ২১:০৩

যশোর: বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির দুই দিনের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ঐতিহাসিক টাউন হল ময়দানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফসার আলী। বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে আসতে না পারায় কাউন্সিলে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লালের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। আজ শুক্রবার কাউন্সিলের দ্বিতীয় দিনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

উদ্বোধনী সমাবেশে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি রণজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু। এর আগে কৃষক খেতমজুর সমিতির নেতাকর্মীরা শহরে লাল পতাকা মিছিল বের করেন।

বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, আজিজুর রহমান, নিমাই মন্ডল, অ্যাড. তুষার কান্তি রায়, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম ইমাম, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক আবু নাসের অনিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, কৃষক নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি, যশোর জেলা কৃষক খেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস, বিপ্লবী ছাত্র মৈত্রী জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস প্রমুখ।