যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ২২:১৩

রবিউল ইসলাম মিটু, যশোর : ‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সমানে রেখে যশোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বাংলাদশে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর অফিসের আয়োজনে দিবসটি উপলে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে যশোর জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ’র যশোরের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, যশোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলী আকবর প্রমুখ। অপরদিকে চৌগাছা উপজেলায় ৮১টি প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এছাড়া উপজেলার ধুলিয়ানী সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ছাড়াও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় চৌগাছা সরকারি (প্রক্রিয়াধীন) কলেজে এ উপলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। ভারপ্রাপ্ত অধ্য রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক-শিকিা ছাড়াও শিার্থীরা উপস্থিত ছিলেন। স্কুলের শিক-শিার্থীরা র্যালিতে অংশ নেন। একইভাবে উপজেলার ৪৯টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, দশটি কলেজ ও ২২টি মাদরাসায় আলোচনা সভা হয়। কোনো কোনো শিাপ্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি বের করা হয়।