যশোরে জেএমবি মারজানের বোন খাদিজা মুখ খুলেনি

প্রকাশঃ ২০১৭-১০-২৪ - ২৩:৫৭

রবিউল ইসলাম মিটু, যশোর : নব্য জেএমবি’র সাথে জড়িত যশোর থেকে আটক খাদিজা আক্তারের ৩ দিনের রিমান্ডের দু’দিন মঙ্গলবার অতিবাহিত হয়েছে। রিমান্ডে খাদিজা আক্তারও মুখ খুলেনি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। সোমবার সকালে তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমন্ড মঞ্জুর করেন। এর আগে ৯ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমা- আবেদন করেছিল। তবে আদালত ঐ দিন তাকে জেল হাজতে প্রেরণ করে ১৯ অক্টোবর রিমা-ের শুনানীর দিন ধার্য করে। ১৯ আক্টোবর আসামী পক্ষে কোন আইনজীবী না থাকায় আদালত ২৩ অক্টোবর শুনানীর পরবর্তি দিন ধার্য করে। সোমবার শুনানী শেষে খাদিজা আক্তারকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৯ অক্টোবর পুলিশ খাদিজা আক্তারকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মসজিদের পিছনের  একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার  করে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু হওয়ায়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়া খাদিজা আক্তারকে আদালতে চালান দিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।