যশোরে বাঁধন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০১৭-১০-২৪ - ২২:৪০

রবিউল ইসলাম মিটু,যশোর: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে সরকারি এম এম কলেজের ছাত্রকমন রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন এর সরকারি এমএম কলেজ ইউনিটের সভাপতি সুমন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাওসার, কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.আই.এম শরীফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর বারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মুকুল হায়দার, বাধন’র কেন্দ্রীয় উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাঁধন’র কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। সার্বিক ভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক মহিবুল ইসলাম প্রিন্স।
বাঁধন ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ডোনারদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে আনন্দ র‌্যালি এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।