যশোরে বিশ্ব ভোক্তা অধিকার পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৫ - ২০:৫৯

যশোর: ‘ডিজিটাল বাজার ব্যবস্থাপনায়  অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে যশোরেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্রচার শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বেলুন- ফেস্টুন উড়িয়ে প্রচারণা শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক সোহেল শেখ। আলোচনা করেন ক্যাব যশোরের সভাপতি অ্যাড. জহুর আহমেম্মদ, প্রবীণ কলামিস্ট  আমিরুল ইসলাম রন্টু, অধ্যাপক মসিউল আযম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সঞ্চালনা করেন এডাব যশোরের সদস্য সচিব শাহাজাহান নান্নু।