যশোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ২১:৫৭

রবিউল ইসলাম মিটু, যশোর : বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যশোর ইউনিট রোববার সকালে প্রেসেক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। চারদফা দাবিতে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মো. হাসান, সমিতির যশোর জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর হোসনেয়ারা খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যশোর এম এম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এআইএম শরীফ হোসেনসহ বিভিন্ন সরকারি কলেজের ইউনিট সম্পাদকবৃন্দ এবং শতাধিক বিসিএস কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় চারদফা দাবি জানানো হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে ‘জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনির্দিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি করতে হবে, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে, সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না, সম্প্রতি সরকারিকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদের অনুরূপ বিধিমালা আওতায় আনতে হবে।