যশোরে বেকারী কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশঃ ২০১৮-০৩-০৯ - ১৩:১৪

যশোর: নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আবু নওশাদ যশোর শহরের শংকরপুর লাকি ফুড বেকারী কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।
ভ্রাম্যামান আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত লাকি ফুড বেকারী কারখানায় অভিযান চালিয়ে দেখতে পান নকল মাখন দিয়ে ক্রীমবন, রোলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করছে। এসময় কারখানার ম্যানেজার তানভির হোসেনকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
এসময় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ, যশোর জেলা সেনেটারী ইন্সপেক্টর শিশির কান্তি পাল ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।