যশোরে ভোক্তাধীকার সংরক্ষন অধিদপ্তররের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশঃ ২০১৭-১০-১৮ - ১৬:৪৯

যশোর : যশোরে জাতীয় ভোক্তাধীকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। বাজার তদারকি সংস্থার সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ বুধবার বেলা পোনে ১২টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের সামনে ছাবা এন্টার প্রাইজ ও সুন্দরবন বেকারিতে এই জরিমানা করেন।

মোঃ সোহেল বলেন, বাজার তদারকি সংস্থা অভিযান পরিচালনা কালে দেখতে পান ছাবা এন্টার প্রাইজ নামে একটি ডিপার্টমেন্টাল ষ্টোরে নোংরা পরিবেশ, সেখান মোয়াদোত্তীর্ণ বিভন্নি কোমলপানির এবং বিভিন্ন বিষ্কুট সংরক্ষন করে তা বাজার জাত করছে। এসময় প্রতিষ্টানটির মালিক মোঃ সেলিমকে ২০০৯ সালের ভোক্তাধীকার সংরক্ষন আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এবং পাশেই সুন্দরবন বেকারিতে দেখতে পান মেয়াদোত্তীর্ণ বিভিন্ন চকলেট ও দই সংরক্ষন করে তা বাজার জাত করছে। এসময় প্রতিষ্টানটির মালিক মোঃ সবুজকে একই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

অভিযান কালে এসময় উপস্থিত ছিলেন র্যাব যশোরের সদস্য মোঃ রাকিব সরদার ও পুলিশ সদস্যরা।