যশোরে মাইডাস ফাইন্যান্সের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৩:৫৭

যশোর অফিস : প্রতারণার অভিযোগে মাইডাস ফাইন্যান্স লিমিটেড যশোর ব্রাে র অতিরিক্তি ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার বাঘারপাড়ার ধান্যপূড়া গ্রামের মেসার্স আলাউদ্দীন ট্রেডার্সের মালিক এম আলদউদ্দীন মন্ডল বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো মাইডাসের অতিরিক্তি ম্যানেজার মৌসুমী আক্তার, এক্সিকিউটিভ অফিসার খুরশীদ আলম ও মীর ওহিদুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, এম আলাউদ্দীন শারীরিক প্রতিবন্ধী। তিনি ব্যবসার প্রয়োজেন কিস্তিতে পরিশোধের শর্তে মাইডাস ফাইন্যাসিং লিমিটেড যশোর ব্যা থেকে ৩ লাখ টাকা লোন গ্রহণ করেন। এ সময় আসামিরা তার ব্যাংক হিসেবের চেক সাক্ষর করে নেন। ২০১১ সালের ২৫ নভেম্বর থেকে কিস্তির দিয়ে তিনি ২ লাখ ৮১ হাজার ৯১৪ টাকা পরিশোধ করেন। বাকি ১৮ হাজার ৮৬ টাকা পরিশোধের তিনি অফিসে গেলে কতৃপক্ষ টাকা গ্রহণ না করে ফিরিয়ে দেন। এরপর তিনি জানতে পারেন এক্সিকিউটিভ অফিসার তার নামে চেক ডিজ অনারের মামলা করেছেন। বর্তমানে অর্থঋণ আদালতে মামলাটি বিচারাধীন আছে। এম আদালাউদ্দীন মাইডাস অফিসে যোগাযোগ করলে লোনের টাকা পরিশোধ করলে মামলা প্রত্যাহার করে নিবে। তারপরও ধার্য দিনে বাদী আদালতে তার বিরুদ্ধে সাক্ষীদেন। এরপর ২৫ জানুয়ারি এম আলাউদ্দীন ওই অফিসে যেয়ে তার কাছে কত পাওনা ও টাকা পরিশোধের স্টেটমেন্ট চান কতৃপক্ষের কাছে। তারা তাকে কোন সহযোগীতা না করে গালিগালাজ করে তাড়িয়ে দেন। আসামিরা পরিকল্পিত ভাবে প্রতারণার মাধ্যমে চেক রেখে ইচ্ছামত টাকার অংক বসিয়ে চেক ডিজঅনারের মামলা করেছেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।