যশোরে রানা হত্যায় ১৪  আসামীর নামে মামলা 

প্রকাশঃ ২০১৮-০১-৩১ - ২২:১৫

যশোর: শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় প্রকাশ্যে যুবক রানা (২২) হত্যাকান্ডের ঘটনায় তার মাতা রহিমা বেগম বাদি হয়ে ১৪ সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ রায় এজাহার নামীয় আসামী তৌফিক রাব্বী ওরফে বর্ষণকে গ্রেফতার করেছে। সে শহরের খড়কী কবিরের মোড়ের মৃত ইঞ্জিনিয়ার আবুল হোসেনের ছেলে। বাদীর দায়ের করা মামলায় আসামীরা হচ্ছে,যশোর শহরের ষষ্টিতলা বুনোপাড়া রোডের মৃত শফি মিয়ার ছেলে তরিকুল ইসলাম,রেলগেট কলা বাগান পশ্চিম পাড়ার বিল্লাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম,ষষ্টিতলা মোস্তাক মিয়ার বাড়ির পাশে ফরিদ নাইট গার্ডের ছেলে নিশান, একই এলাকার শ্যামলের ছেলে মানিক ওরফে বুনো মানিক,রেলগেট কলাবাগান পশ্চিম পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে বাবু,একই এলাকার সালাম পানের দোকান্দারের ছেলে দেলো,রেলগেট পশ্চিম পাড়ার  মৃত তাইজুল ইসলামের ছেলে মালেক, রায়পাড়া ইসমাইল কলোনীর ছেলে ফারুক পকেটমারের ছেলে কুদরত,বেজপাড়া টিবি ক্লিনিক পাড়ার মানিক মুন্সীর ছেলে ট্যাবলেট সোহেল,রায়পাড়ার নুরু মিয়ার ছেলে সাইফুল,আশ্রম রোড শেখ ফয়েজ উদ্দিনের ছেলে ডেজার সোহাগ,খড়কী কবিরের মোড়ের ইঞ্জিনিয়ার আবুল হোসেনের ছেলে তৌফিক রাব্বী ওরফে বর্ষন,টিবি ক্লিনিক পাড়ার মৃত এম আলী আহম্মেদের ছেলে আলিফ হোসেন নয়ন ওরফে তপু ও শহরে লোন অফিস পাড়ার মৃত রোস্তমে ছেলে হানিফসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জসিম পিতা নুরুল ইসলামের  বাড়ির ভাড়াটিয়া জামাল হোসেনের স্ত্রী মোছাঃ রহিমা বেগম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে রানা মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে চাকুরী করে। আসামীদের সাথে রানার পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২৯ জানুয়ারী সোমবার বিকেলে রানা রিকশা যোগে বাড়ি হতে যাচ্ছিল। দুপুর ২ টা ২০ মিনিটে রেলগেট ক্রসিংর কাছে পৌছালে উল্লেখিত আসামীরা ৩/৪টি ইজিবাইক যোগে রানাকে রেলগেট পশ্চিম পাড়া কলা বাগানস্থ সাহিদুলের বাড়ির বাড়ির সামনে নিয়ে তরিকুল ইসলাম ও শহিদুল ইসলামের হুকুমে আসামীরা রানাকে এলোপাতাড়ী মারপিট ও ছুরিকাহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রানাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ৩ টা ২৫ মিনিটে রানা মারা যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ রায় এজাহার নামীয় আসামী তৌফিক রাব্বী বর্ষনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।