যশোরে সাংবাদিক হত্যা প্রচেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০৩-১৫ - ২০:৫৫

যশোর: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরিফুল ইসলাম হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাত ২টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে হাসানুর রহমান ও লোকমান আলীর ছেলে আলামিন হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, সাংবাদিক হত্যা প্রচেষ্টা মামলায় এ পর্যন্ত তারা ৫ জনকে গ্রেফতার করেছেন। বাকীদেরও আটকের অভিযান চলছে। তিনি আরো জানান, হামলাকারীরা সকলেই সনাক্ত হয়ে গেছে। এ কারণে আগামী সপ্তাহে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হবে।

গত ২৪ জানুয়ারি বেনাপোলে বিবাদমান বন্দর শ্রমিকদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও শরিফুল ইসলাম। এসময় তাদের ক্যামেরা ভেঙ্গে দেয় হামলাকারীরা। এ ঘটনায় শ্রমিক নেতা ওয়াহিদুজ্জামান অহিদসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক আসামি করে মামলা হয়। মামলার প্রধান আসামি অহিদসহ দু’জন বর্তমানে জামিনে রয়েছেন।