যশোরে হত্যা মামলায় স্ত্রীসহ গ্রেফতার দুইজনের রিমান্ডের আবেদন

প্রকাশঃ ২০১৮-০১-২৬ - ২০:৩১

যশোর অফিস: গত বছরের ১৫ জুলাই রাতে বৃদ্ধ আলী আকবর সাইজীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় বড় স্ত্রীর দায়ের করা মামলায় সতীন ও পরিচিত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত আলী আকবর সাইজীর স্ত্রী মোছাঃ রিজিয়া বেগম ও খোলাডাঙ্গা ধর্মতলা দি সালভেশন আর্মি ক্লিনিকের পাশে মৃত নিশান দাসের ছেলে পরিতোষ বাউল। শুক্রবার গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে।

যশোর শহরের বেজপাড়া বনানী রোডের মৃত আলী আকবর সাইজীর বড় স্ত্রী মোছাঃ ছালেহা বেগম বাদী হয়ে বৃহস্পাতিবার কোতয়ালি মডেল থানায় সতীন ও পরিচিত ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল বাশার মিয়া বৃহস্পতিবার রাতেই রিজিয়া বেগম ও পরিতোষ বাউলকে হেফাজতে নেন। আলী আকবর সাইজীর মৃত্যু ঘটনা প্রথম পর্যায় সাধারণ ডাইরী ও আত্মহত্যা বলে অপপ্রচার চালানো হলেও পরবর্তীতে ভিসারা রিপোর্টে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট আসে। উক্ত রিপোর্টের বুনিয়াদে বৃদ্ধ আলী আকবর সাইজীর ছোট স্ত্রী রিজিয়া বেগম ও পরিতোষ বাউলের সাথে উঠাবসা ও মেলা করায় তাদেরকে সন্দেহ করা হয়েছে। তাছাড়া,ঘটনার দিবাগত রাত গত বছরের ১৫ জুলাই রাতে আলী আকবর সাইজী রিজিয়া বেগমের সাথে বড় ভেকুটিয়া বাড়িতে ছিল। পরের দিন রাতে পাশ্ববর্তী মুক্তেশ্বরী নদী থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।