যশোরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৭

প্রকাশঃ ২০১৮-০১-০৩ - ২১:৪১

যশোর: কোতয়ালি মডেল থানা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গত ১৫ ঘন্টার ব্যবধানে হেরোইন, ইয়াবাসহ ৭ মাদক বহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার রোজিনার বাড়ির ভাড়াটিয়া মৃত মনোয়ার হোসেন বাবলার ছেলে মনির হোসেন অন্তর,একই এলাকার জাকিরের বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে বিপুল,সদর উপজেলার চাঁদপাড়া হামিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জনি,রঘুরামপুর হবির বাড়ির পাশে মসজিদের পিছনে মৃত মেহের আলীর ছেলে শাফিকুল ইসলাম বাবু,শেখহাটি আদর্শ পাড়া পুকুর পাড়ের মিজানুর রহমান মুন্সীর ছেলে রাসেল মুন্সি,আরবপুর বাঁশহাটের পিছনের মৃত শহর আলীর ছেলে জাহাঙ্গীর ও শার্শা উপজেলার কাশিপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার ডুমদিয়া পশ্চিম পাড়ার শ্বশুর খায়রুল ইসলামের বাড়ির মৃত শমসের মল্লিকের ছেলে তোতা মল্লিক।
কোতয়ালি মডেল থানার এসআই আসাদুজ্জামানসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সোয়া ৮ টায় শহরের আরএনরোড ঢাকা ব্যাংকের সামনে থেকে তোতা মল্লিককে ২০ পিস ইয়াবা,এএসআই মমিনুল সিদ্দীকসহ একদল পুলিশ মঙ্গলবার দুপুর আড়াইটায় আরবপুর মোড় বাঁশ হাটার সামনে থেকে জাহাঙ্গীরকে ৬৫পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শরীফ উদ্দিনসহ একদল পুলিশ রাত সাড়ে ৮ টায় ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাসেল মুন্সিকে ৫৫পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামানসহ একদল পুলিশ মঙ্গলবার দুপুর ১ টা ২৫ মিনিটে শহরের রেলগেট পশ্চিম পাড়া থেকে মনির হোসেন অন্তর ও বিপুলকে ১শ’ গ্রাম হেরোইন,কোতয়ালি মডেল থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাসসহ একদল পুলিশ বুধবার বেলা ২ টার পর নড়াইল রোডস্থ কলোনী পাড়াস্থ এসএ সাহেবের স’ মিলের সামনে থেকে জনিকে ৫০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এএসআই হাসান জাহিদ ইসলামসহ একদল পুলিশ বুধবার বেলা ১১ টা ৫০ মিনিটে শহরতলী পালবাড়ী সিঙ্গার শো’রুমের সামনে থেকে শফিকুল ইসলাম বাবুকে ৫৩পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে পৃথক মাদক আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।