যশোরে ২ হাজার পিচ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০৩-১৮ - ২০:১৯

যশোর: চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার বিকালে স্যালোমেশিনের মধ্যে থেকে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসময় নারীসহ দুইজনক আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন একই উপজেলার সোনাটিকারী গ্রামের জহুরুল ইসলাম গাজীর স্ত্রী রাজিয়া খাতুন। ঘটনার সময় রাজিয়া খাতুনের স্বামী জহুরুল ইসলাম পালিয়ে যায়।

পুলিশের দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার বেলা ৩টার দিকে স্যালোমেশিনের মাধ্যমে ইয়াবা পাচার করার সংবাদ পেয়ে চাঁচড়া বাসস্টান্ড থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করে ফাঁড়ির এএসআই রাসেল মাহমুদ। এসময় সে স্যালো মেশিনের মধ্যে বিশেষ ভাবে দুই হাজার ইয়াবা আছে যার মালিক রাজিয়া খাতুন ও তার স্বামী জহুরুল ইসলাম বলে পুলিশকে জানায়। বিষয়টি চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ  (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনকে বেতার মারফত জানান। পরে স্যালো মেশিনের মিস্ত্রি জামাল হোসেনকে ডেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।  পরে   চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ  (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাতক্ষীরার সোনাটিকারী গ্রামে অভিযান চালিয়ে রাজিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ  (ওসি) রফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসা করে আসছিল। তারা চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ব্যবসা করে আসছিল। আমরা যশোর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি। এ ঘটনায় আসামিদের নামে থানায় মামলা করি। রোববার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।