যশোরে ৮শ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০১-০৩ - ২১:৩৭

যশোর: র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার ভোররাতে যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৮শ’ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে। এসময় আরো ৩জনসহ অজ্ঞাতনামা ১জন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া আসামীরা হচ্ছে, শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের রথি মোল্লার ছেলে হাসানুজ্জামান ওরফে হাসান,বাবর আলী,বাগাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর ছেলে জয়নালসহ অজ্ঞাতনামা আরো ১জন।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার ভোররাত সাড়ে ৪ টায় র‌্যাবের একটি টিম শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আজিজকেকে গ্রেফতার করলে তার সহযোগীরা পালিয়ে যায়। এসময় উক্ত স্থান থেকে ৩টি প্লাস্টিকের বস্তায় থাকা ৮শ’ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী আব্দুল আজিজকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।