যশোর চাঁদ পাড়ায় জ্ঞানের মেলা স্কুলের উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০১-০৫ - ২১:৫০

রবিউল ইসলাম মিটু,যশোর : একটি বাড়ি একটি স্কুল শ্লোগান সামনে রেখে জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে যশোর সদরের চাঁদপাড়া গ্রামে জ্ঞানের মেলা স্কুলের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার সভাপতি কৃষিবিদ ইবাদ আলী অনুষ্ঠান পরিচালনা করেন।

এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আনছার আলি।এ সময় প্রধান অতিথি ছিলেন যশোর উপ আনুষ্ঠানিক শিক্ষা বজলুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক ড: সবুজ সামিম আহসান, জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার উপদেষ্টা সাংবাদিক আবিদুর রেজা খান.উপদেষ্টা এসএম গোলাম মোস্তফা, উপদেষ্টা রফিকুল ইসলাম, শিক্ষক শামসুর রহমান মিঠু।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পাপিয় সুলতানা,সাধাঃ সম্পাদক মিলন হোসেন,সহ-সাধাঃ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক রুম্মানবিন ওয়ালী প্রচার সম্পাদক মামুন শেখ অর্থ সম্পাদক ফারুক হোসেন,কার্যকরী সদস্য আব্দুল জলিল,নিগার সুলতানা, নজরুল ইসলাম রানা, আলাল মোল্যা,আলাল মোল্যা,আবুল খায়ের,টিপু গাজী,সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম, সালাউদ্দীন ফরাজী,আব্দুল কুদ্দুস,জুনাইদ হোসেন,জামাল উদ্দীন টিটু,সৈয়দ মোস্তাফিজুর রহমান,হাফিজুর রহমান,হাবিবুর রহমান,দিপু গাজী,নজরুল ইসলাম,নজরুল ইসলাম রনি, মাসুদ হোসেন মোর্তজা,রইচ,মীর মাহমুদ আলী জোসি,আরিফা জাহান,মানিক বিশ্বাস, শরিফুল ইসলাম, বাবুলআক্তার, লোকমান হোসেন, তৌহিদআলম, মহিদুলইসলাম, সোহাগ, মফিজুর হমান, মনিরুজ্জামান, সেলিম হোসেন,রায়হান মোল্যা প্রমুখ। পরে প্রাধান অথিথি নতুন ধারার বই তুলেদেন শিক্ষাথীদের হাতে।