যশোর বোর্ডের চেয়ারম্যানের মানবিকতায়  কেঁদে দিল সাতক্ষীরার নৌশিন

প্রকাশঃ ২০২০-১১-২৬ - ১৭:৪২

ডেক্স রিপোর্টঃ NOWSHIN AFRIN SABIHA সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল থেকে ২০০৯ সালে এসএসসি পাস করে । কিন্তু সে ভুল বশতঃ জেন্ডার Male পূরণ করাতে ২০২০ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করতে ব্যর্থ হয়। সাতক্ষীরার মাসুদ স্যারের পরামর্শে দ্রুত যশোর বোর্ড অনলাইনে নাম সংশোধনী সফটওয়্যারে আবেদন করেন।

২৩ নভেম্বর বোর্ডের উপ-প্রকৌশলী কামাল হোসেন স্যারের পরামর্শে ঐ রাতেই নৌশিন ফোন করেন যশোর বোর্ডের শিক্ষক –শিক্ষার্থী দরদী চেয়ারম্যান ড. মোল্ল্যা আমির হোসেন স্যারকে। আজ ২৪ নভেম্বর ২০২০ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদনের শেষ তারিখ। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান স্যার যাচ্ছেন বরিশাল বোর্ডে সরকারি কাজে। আবারো ফোন করলেন চেয়ারম্যান সারকে নৌশিন। চেয়্যারমান স্যার তাৎক্ষণিক বোর্ডের একনিষ্ঠ কাজ প্রিয় মানুষ মোজাম্মেল স্যার ও মুরাদ স্যারকে নৌশিনের Gender Correction ID দিয়ে দ্রুত অনলাইনে সংশোধনের কথা বলেন। মোজাম্মেল স্যার ও মুরাদ স্যার বাসা থেকে সাথে সাথে রাতেই বোর্ডের কম্পিঊটার সেলে ৭ তলায় উঠে নৌশিনের Gender Correction ID তে কাজ করে সংশোধন করেন। রাত ৯.০৫ মিনিটে অনলাইনে চেক করে দেখা যায় নৌশিনের ভুল সংশোধন হয়ে গিয়েছে। সাথে সাথে রাফিউল স্যার (সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল) কে বিষয়টি জানানো হয়। নৌশিন খবর পেয়েই কেঁদে ফেলেন এবং চেয়ারম্যানকে স্যারকে ফোন করে ধন্যবাদ জ্ঞাপন করনে। বোর্ড চেয়্যারম্যান স্যার নৌশিনকে প্রাণখুলে দোয়া করলেন। নৌশিন বোর্ডের মোজাম্মেল স্যার , মুরাদ স্যার , সাতক্ষীরার মাসুদ স্যার, রাফিউল স্যারকে ফোন করে আনন্দের কান্না কন্ঠে ধন্যবাদ জানায় এবং বলে, “ যশোর বোর্ডের চেয়ারম্যান আমির হোসেন স্যার, মানুষ না, যেন ফেরেশতা তূল্য।” স্যারের জন্য দোয়া আমাদের সকলের পক্ষ থেকে প্রাণখুলে । স্যার দীর্ঘজীবি হউন। আল্লাহ উনাকে দেশ ও জাতির কল্যাণে আরো সেবা করার তৌফিক দান করুন। আমিন।। সংগৃহিতঃ মাসুদ স্যারের আইডি থেকে। সাংবাদিক-তাপস কুমার বিশ্বাস।