যশোর  শিক্ষাবোর্ডে জিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশের হার ৮৩.৪২

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২১:৫৩

রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে শিক্ষা বোর্ড এ বারের জিএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ -৫ কমেছে। এ বার যশোর বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৪২। গতবার পাশের হার ছিল ৯৫.৩৫। ফলে পাশের হার কমেছে ১১ দশমিক ৯৩। এ জিপিএ -৫ পেয়েছে ১৪ জাহার ৬১২ জন। গতবার জিপিএ পেয়ে ছিল ২২হাজার ৩ জন। ফল বিপর্যায়ের কারণ হিসাবে গণিত শিক্ষকদের অদক্ষতাকে দায়ী করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। শনিবার দুপুর ২টার সময় যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই তথ্য জানান।

তিনি জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৮৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১লাখ ৭৪হাজার ৭৭৬ জন। যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৯৩ শতাংশ কম। এদিকে এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গত বছর বোর্ডে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অকৃতকার্য হলে ছিল। সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, এ বার বোর্ডের অধিকাংশ ছাত্র গণিতে ফেল করেছে। যে নয়টি প্রতিষ্ঠানে সবাই ফেল করা তার কারণ সব ছাত্রই গণিতে অকৃতকার্য হয়েছে। এ জন্য গণিত শিক্ষকদেও দূর্বলতাকে দায়ী করেন তিনি। তিনি বলেন, বোর্ডেও প্রশ্ন ব্যাংকে গণিত শিক্ষকরা তেমন প্রশ্ন সরাবরাহ করেন না।  এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, গণিত শিক্ষকদের আর বেশি প্রশিক্ষণের প্রয়োজন। তা নাহলে এ বোর্ডে ফলাফল ভাল করা কঠিন। শুধু মাত্র গণিতের কারণে এ ফল বিপর্যায় হয়েছে।